জাবের রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, “আমরা যখন উঁচুতে আরোহণ করতাম তখন
اللَّهُ أَكْبَرُ
আল্লাহ সবচেয়ে বড়।
আল্লা-হু আকবার
...আর যখন নীচের দিকে নামতাম তখন
سُبْحَانَاللَّهِ
আল্লাহ কতই না পবিত্র-মহান।
সুবহা-নাল্লাহ
...বলতাম।”
বুখারী, (ফাতহুল বারীসহ) ৬/১৩৫, নং ২৯৯৩।